জামায়াতের বিচার হলে খালেদার কেন নয়, প্রশ্ন শাহেদা ওবায়েদের

NewsDetails_01

বিএনপির প্রয়াত নেতা কেএম ওবায়েদুর রহমানের স্ত্রী শাহেদা ওবায়েদ
বিএনপির প্রয়াত নেতা কেএম ওবায়েদুর রহমানের স্ত্রী শাহেদা ওবায়েদ
জামায়াতের বিচার হলে খালেদা জিয়ার বিচার কেন হবে না, এ প্রশ্ন গড়ব বাংলাদেশের প্রতিষ্ঠাতা আহ্বায়ক অধ্যাপক শাহেদা ওবায়েদের।

বিএনপির প্রয়াত নেতা কেএম ওবায়েদুর রহমানের স্ত্রী শাহেদার দাবি, ‘যুদ্ধাপরাধের দায়ে যদি জামায়াতসহ অনেকের বিচার হয়, তাহলে পেট্রোল বোমা মারার দায়ে কেন খালেদা জিয়ার বিচার হবে না? না হলে এটি জাতির কাছে নেতিবাচক নজীর হয়ে থাকবে। এটা তো বর্তমানের ঘটনা, যুদ্ধাপরাধের ঘটনা তো অনেক আগের। এরপরও বিচার হয়েছে। তাহলে খালেদা জিয়ার কেন হবে না?’

শুক্রবার দুপুরে তার বনানীর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন শাহেদা ওবায়েদ।

আলাপকালে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন শাহেদা ওবায়েদ। তবে নির্বাচনে রাজনৈতিক ব্যানার কী হবে, এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেননি ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক এই চেয়ারম্যান।

শাহেদা বলেন, ‘গড়ব বাংলাদেশ থেকে নাকি অন্য কোনও রাজনৈতিক দল থেকে নির্বাচন করব, এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। এটি পরিস্থিতি ও পবিবেশের ওপর নির্ভর করবে।’ আলাপকালে শাহেদা জানান, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের সময়ও তিনি নির্বাচনের প্রস্তাব পেয়েছিলেন। যদিও পরিবেশ না থাকায় সেই নির্বাচনে অংশ নেওয়া হয়নি।

NewsDetails_03

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের মা অধ্যাপক শাহেদা মনে করেন, ‘২০১৫ সালে তিনমাস ব্যাপী বিএনপির আন্দোলনে জ্বালাও পোড়াও, পেট্রোল বোমা ব্যবহারের দায় অবশ্যই খালেদা জিয়ার। তিনি যখন গুলশানে তার অফিসে রয়েছেন, সেদিন থেকে শুরু হয়েছে। তিনি সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর বন্ধ হয়েছে। ফলে, দায় তার। ’

দীর্ঘদিন পর গড়ব বাংলাদেশ নিয়ে ফের সরব হওয়ার কথা জানিয়ে শাহেদা ওবায়েদ বলেন, ‘অসুস্থ থাকা, বিদেশে থাকা এবং কৌশলগত কারণে আমি সংগঠন নিয়ে কাজ করিনি। এখন শুরু করব। নতুন আদলে, নতুন আঙ্গিকে আসবে গড়ব বাংলাদেশ।’

বিএনপির সমালোচনা করে শাহেদা ওবায়েদ বলেন, ‘বিএনপির রাজনৈতিক অস্তিত্ব নেই। বিগত দিনে জ্বালাও পোড়াও করার দায়ে খালেদা জিয়ার বিচার হওয়া উচিৎ। তারা দেওলিয়া হয়ে গেছে। গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে।’

রামপাল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ভেবে দেখার আহ্বান জানিয়েছেন শাহেদা ওবায়েদ। তবে রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরোধিতাকারীদের আন্দোলন নিয়ে রহস্য আছে বলেও দাবি করেন বিএনপির রাজনীতির এই সমালোচক। শাহেদার প্রশ্ন, বিএনপি কেন রামপাল নিয়ে সরব হয়নি।

তিনি বলেন, ‘যারা আন্দোলন করছে, তাদের ফাণ্ডিং কোত্থেকে হয়েছে, তারা একেক জন একেক কথা বলেন। এদের উদ্দেশ্য রহস্যজনক।’ খবর-বাংলাট্রিবিউন।

আরও পড়ুন