তিন মন্ত্রীর ‘অপারেশন জ্যাকপট

NewsDetails_01

71তিন মন্ত্রীর সহযোগিতায় আগামী মার্চ মাসে শুরু হতে যাচ্ছে ‘অপারেশন জ্যাকপট’ শিরোনামের চলচ্চিত্রের কাজ। মুক্তিযুদ্ধের সময় নৌকমান্ডোর অপারেশনের উপর ভিত্তি করে নির্মিত হবে এই চলচ্চিত্র। চলচ্চিত্রটি সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করা হবে।

সিনেমাটি নির্মাণের জন্য সার্বিক সহযোগিতা করবেন বর্তমান নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। এ ছাড়া তার সঙ্গে থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল মঙ্গলবার বিএফডিসিতে একটি সিনেমার মহরত অনুষ্ঠানে এ কথা বলেন নৌমন্ত্রী শাজাহান খান।

NewsDetails_03

এ সময় মন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে ২৫ মার্চ রাতে চট্টগ্রাম বন্দরে ১০১জন শ্রমিক/কর্মচারীকে গুলি করে হত্যা করা হয়। স্বাধীনতার পর এতটা বছর কেটে গেলেও একটি প্লেটের মধ্যে তাদের স্মৃতি ধারণ করা হয়েছে। আর কিছুই করা হয়নি। এদের জন্য আমার প্রথম কাজ হলো- একটি স্মৃতি সৌধ, স্মৃতি জাদুঘর নির্মাণ এবং এই ঘটনা নিয়ে ‘অপারেশন জ্যাকপট’ শিরোনামে সিনেমা নির্মাণ করা।’

সিনেমাটি নির্মাণের প্রাথমিক প্রস্তুতি নেয়া হচ্ছে। আগামী স্বাধীনতা দিবসে সিনেমাটির জমকালো মহরত অনুষ্ঠিত হবে। তখন বাকী তথ্য জানানো হবে। খবর-রাইজিংবিডি।

আরও পড়ুন