লামায় চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্যসহ ৩ জন আটক

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় চুরি যাওয়া গরুসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার লামা সদর ইউনিয়নের মেওলাচর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃরা হলো- ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য মাংক্রাত মুরুং (৩৬), বৈল্লারচর গ্রামের বাসিন্দা মৃত লাল মিয়ার ছেলে কপিল উদ্দিন (৪০) ও মেওলারচর গ্রামের বাসিন্দা আমজাদ আলীর ছেলে আবুল বাশার (৩৮)।
সূত্র জানায়, দুইদিন আগে লামা সদর ইউনিয়নের ডলুঝিরি পাড়ার বাসিন্দা মৃত অংচা ছাই মার্মার ছেলে মংম্রাউ মার্মার একটি গাভী চুরি হয়। অনেক খোঁজাখুজির পর রবিবার দুপুর ১টার দিকে গরুটি মেওলারচর গ্রামের কপিল উদ্দিন ও আবুল বাশারের কাছ থেকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে আটকদের পুলিশে সোপর্দ করা হয়। অভিযুক্ত কপিল উদ্দিন জানায়, তারা গরুটি মাংক্রাত মুরুং থেকে ক্রয় করেছেন।
গরুসহ তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আটকরা থানা হেফাজতে রয়েছে। #

আরও পড়ুন