রাঙ্গামাটিতে জেএসএসের চাঁদাবাজ আটক

NewsDetails_01

রাঙামাটিতে দিবাকর চাকমা ওরফে কলিন্স চাকমা
রাঙ্গামাটি শহরে রাঙ্গাপানি এলাকায় অভিযান চালিয়ে দিবাকর চাকমা ওরফে কলিন্স চাকমা ওরফে কালাইয়া চাকমা এক চাঁদাবাজকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাতে তাকে আটক করা হয়। আটক দিবাকর চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) একজন সদস্য। রাঙ্গামাটি কোতোয়ালী থানা সূত্রে এসব তথ্য জানা গেছে।
সুত্র থেকে জানা গেছে, দিবাকর দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে স্থানীয় আঞ্চলিক সংগঠন জেএসএসের হয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে জেলা শহরের রাঙ্গাপানি এলাকায় দিবাকর চাকমার অবস্থান নিশ্চিত করে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে নগদ ১ লাখ ১৭ হাজার ৯২০টাকা, ২টি পাসপোর্ট, ১টি তাঁবু, ২টি মোবাইল ফোন, ৫টি সিম এবং ১টি তক্ষক উদ্ধার করা হয়।
রাঙ্গামাটি কোতোয়ালী থানার ওসি জাহিদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন