রাঙামাটিতে জেএসএস সংস্কারপন্থী নেতাকে গুলি করে হত্যা: আহত ১

NewsDetails_01

রাঙামাটি জেলার লংগদু সদর ইউনিয়নের দোজর পাড়া এলাকায় গুলি করে জেএসএস (সংস্কারপন্থী) গ্রুপের এক সাবেক নেতাকে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম বিনয় চাকমা ওরফে জংলী (৪৫)। এসময় গুলিতে সুমেধ চাকমা নামে আরো একজন আহত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে বিনয় চাকমা নিজে বাসা থেকে দোজরপাড়া এলাকার বাজারে যাবার সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়। এসময় জেএসএস (সংস্কারপন্থী) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফন্ট (ইউপিডিএফ)র এর মধ্যে ৮ রাউন্ড গুলি বিনিময় হয়।
এদিকে জেএসএস (সংস্কারপন্থী) নেতারা এই ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করলেও ইউপিডিএফ এই ঘটনার দায় অস্বীকার করে।
এদিকে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ে, ঘটনাটি তদন্ত্র করে দেখা হচ্ছে কারা ঘটিয়েছে।

আরও পড়ুন