বান্দরবান পৌরসভার সাবেক কমিশনারকে অপহরণ : আওয়ামী লীগের বিক্ষোভ

NewsDetails_01

বান্দরবান পৌরসভার সাবেক কমিশনার চথোয়াই মং মার্মা
বান্দরবান সদর উপজেলার উজি হেডম্যান পাড়া থেকে বান্দরবান পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কমিশনার চথোয়াই মং মার্মাকে অপহরণ করেছে শসস্ত্র সন্ত্রাসীরা। তিনি বান্দরবান পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত নয়টার দিকে সদর উপজেলার উজি হেডম্যান পাড়ার বাগান বাড়ি থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনার পর তাকে উদ্ধারের জন্য অভিযানে নেমেছে যৌথবাহিনী।
এদিকে এই ঘটনার প্রতিবাদে রাত সাড়ে দশটার দিকে বান্দরবান জেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা শহরের বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু মঞ্চে এসে শেষ হয়। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যাশৈহ্লা, সাধারণ সম্পাদক ইসলাম বেবী, যুগ্ন সাধারন সম্পাদক লক্ষীদাশ, সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, পৌর কমিশনার অজিত দাশসহ সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা অনতিবিলম্বে তাকে উদ্ধারের দাবী জানান, দ্রুত উদ্ধার করা না হলে আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে।

আরও পড়ুন