বান্দরবানে জনসংহতি সমিতির সাবেক নেতাকে সন্ত্রাসীদের গুলি

NewsDetails_01

চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হচ্ছে জনসংহতি সমিতির সাবেক নেতা অংক্য চিং মারমা’কে
বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের তাইংখালি এলাকায় সন্ত্রাসীরা জনসংহতি সমিতির সাবেক এক নেতাকে গুলি করেছে। তার নাম অংক্য চিং মারমা (৫২)। তার মাথায় গুলি লেগেছে ৷
পুলিশ সূত্রে জানা যায়,রোববার রাত ১০টার দিকে তাকে নিজ বাড়িতে গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায় । গুলিবিদ্ধ অংক্য চিং মারমা রাজবিলা ইউনিয়নের জনসংহতি সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে। ঘটনার পর তাকে সদর হাসপাতালে নিয়ে আসা হলে রাত দেড়টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয় । তার ছেলে বাবুল মারমা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
এই ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন,কারা গুলি করেছে আমরা এখনো জানতে পারিনি,ঘটনাটি তদন্ত করা হবে।

আরও পড়ুন