খাগড়াছড়িতে ৪টি অস্ত্রসহ ৬ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

NewsDetails_01

খাগড়াছড়িতে অস্ত্রসহ আটক ইউপিডিএফ সন্ত্রাসী
খাগড়াছড়ির গুইমারা উপজেলার চৌধুরী পাড়া এলাকা থেকে ৪টি অস্ত্র, ৪৯ রাউন্ড গোলাবারুদসহ ৬ ইউপিডিএফ সন্ত্রাসীকে আটক করেছে মাটিরাঙা সেনা জোন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মাটিরাঙা সেনা জোনের অধিনায়ক লে: কর্ণেল কাজী শামশের উদ্দিন নেতৃত্বে অভিযানে তাদের আটক করা হয়।
সেনা সূত্রে জানা গেছে, আটককৃতরা হলো, মাটিরাঙার ব্যাঙমারার জ্যোতিময় ত্রিপুরার ছেলে এলিন ত্রিপুরা (২২), কান্ত কারবারী পাড়ার কান্নারাম চাকমার ছেলে শান্তি জয় চাকমা (২৬), গুইমারার কলাপাড়ার রাজেন্দ্র ত্রিপুরার ছেলে সুমন ত্রিপুরা(৩২), লুন্দুইক্যাপাড়ার অংশা প্রু মারমার ছেলে সাচিংমং মারমা (৩৮), কুকিছড়ার নলিয়া ত্রিপুরার ছেলে অলিন কুমার ত্রিপুরা(৩২) ও বাইল্যাছড়ির ফটিক চাঁদ ত্রিপুরার ছেলে সুমন ত্রিপুরা(৪২)।
আরো জানা গেছে, এসময় তাদের কাছ থেকে একটি রাইফেল, দুইটি পিস্তল, একটি এলজি, ৪৯ রাউন্ড গুলি, নগদ টাকা, চাঁদা আদায়ের রশিদ বই, দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার বেলা ১১টায় মাটিরাঙা সেনা জোনে সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত তুলে ধরেন জোন অধিনায়ক লে: কর্ণেল কাজী শামশের উদ্দিন।
জোন অধিনায়ক লে: কর্ণেল কাজী শামশের উদ্দিন বলেন, পার্বত্য চট্টগ্রামের সার্বিক নিরাপত্তা প্রদানের অংশ হিসেবে সেনাবাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় গতরাতে গুইমারার চৌধুরীপাড়ার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ইউপিডিএফ(প্রসিত গ্রুপ) এর ৬ সন্ত্রাসীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪টি অস্ত্র,৪৯রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়, তাদের গুইমারা থানায় হস্তান্তর করা হচ্ছে।

আরও পড়ুন