লামায় তামাক চাষীদের কাছে চাঁদা দাবি

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় প্রতি তামাক চাষীদের নিকট চাঁদা দাবী করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। মঙ্গলবার দিবাগত গভীর রাতে অস্ত্রেসস্ত্রে সজ্জিত ৩০-৩৫ জনের একদল সন্ত্রাসী উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি বটতলী, হামিদ চর, চুইচি পাড়াসহ বেশ কয়েকটি পাড়ার চাষীদের নিকট চাঁদা দাবি করে। প্রতি চাষীর নিকট ৭ হাজার টাকা করে চাঁদা দাবি করেছে বলে স্থানীয়রা জানায়। চাঁদা না দিলে বিভিন্ন হুমকি প্রদর্শনও করে তারা। এ ঘটনায় পুরো এলাকার লোকজনের মাঝে আতংক বিরাজ করছে।
গজালিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ পার্থেল বড়–য়া মঙ্গলবার দিবাগত রাতে পাহাড়ি সন্ত্রাসী কর্তৃক চাঁদা দাবির ঘটনা লোকমুখে শুনেছেন বলে জানান।
এদিকে গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা বলেন, এলাকায় পাহাড়ি সন্ত্রাসী অবস্থানের ঘটনা কেউ জানায়নি, তবে সন্ত্রাসীরা মোবাইল ফোনের মাধ্যমে স্থানীয়দের কাছে চাঁদা দাবি করছে বলে জানান তিনি।

আরও পড়ুন