রোয়াংছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক ১

NewsDetails_01

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডের চিনি পাড়ার বাসিন্দা এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে রত্মময় তঞ্চঙ্গ্যা (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান,জেলার রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা অনুষ্টিত হয়। মেলা থেকে অন্য এক মেয়ের সাথে ফেরার পথে শনিবার ভোর সাড়ে ৩টা দিকে ব্যাংকছড়ি যাওয়া পথে এই স্কুল ছাত্রীকে পাহাড়ে নিয়ে ধর্ষণ করা হয়। ধর্ষণকারীরা দুইজনের মধ্যে একজন শান্তিলতা তঞ্চঙ্গ্যাকে ছেড়ে দিয়েও প্রাথমিক সমাপনী পরীক্ষা দেওয়া ছাত্রীটিকে পালাক্রমে ধর্ষণ করে। পরে ছাত্রীটির চিৎকার শুনে পাড়ার প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করেন।
ছাত্রীটিকে উদ্ধারকারী স্থানীয় ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যা জানান, মধ্যরাতে চিৎকার শুনতে পেয়ে বাড়ি থেকে বের হলে, ছাত্রীটিকে দেখতে পেয়ে আমরা উদ্ধার করি।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওমর আলী বলেন, ঘটনার পর ছাত্রীটি রোয়াংছড়ি থানাতে লিখিত অভিযোগ দায়ের করলে রত্মময় তঞ্চঙ্গ্যাকে আটক করে পুলিশ, অন্য আসামী অংসাচিং মারমাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
আলিক্ষ্যং ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার যুদ্ধ সেন তঞ্চঙ্গ্যা বলেন, সে সমাপনী পরীক্ষাশেষে আত্মীয়দের বাড়িতে ছিল রাতে রোয়াংছড়িতে মেলা দেখতে গিয়ে ঘটনার শিকার হয়।
প্রসঙ্গত, পাহাড়ের আদিবাসীদের মধ্যে ধর্ষণ প্রবনতা নগণ্য হলেও ক্ষোধ আদিবাসী যুবক কর্তৃক আদিবাসী স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার কারনে বিষয়টি আদিবাসী সমাজে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন