বান্দরবানে আগ্নেয়াস্ত্রসহ ৩ যুবক গ্রেফতার

NewsDetails_01

বান্দরবানের রাজবিলা ইউনিয়নের মনজয়পাড়া থেকে আগ্নেয়াস্ত্রসহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন, লাথু মং মারমা (২৩), মং শৈ থুই (২২) ও উসাইমং (২২)। তাদের প্রত্যেকের বাড়ি রাজবিলা ইউনয়িনের মনজয়পাড়ায় ।মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। পুলিশ জানায়, এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং ডাকাতির উদ্দেশ্যে পাঁচ থেকে সাত জন যুবক সংঘবদ্ধ হচ্ছিল এমন সংবাদ পেয়ে সদর থানার ওসি রফিক উল্লাহর নেতৃত্বে এসআই কৃষ্ণ ও অজয় দেব শীল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মনজয় পাড়ার গহিন অরণ্যে অভিযান চালিয়ে তাদের অস্ত্রসহ আটক করা হয় । এসময় তাদের কাছ থেকে এক নলা আগ্নেয়স্ত্র বন্দুক, ছোঁড়া এবং গুলি তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ । পুলিশ আরো জানায়, অভিযানের খবর পেয়ে অংচনু মার্মা এবং থুইমং মার্মা নামে দুইজন পালিয়ে যায় ।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, আগ্নেয়াস্ত্রসহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে । তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে ।

আরও পড়ুন