তথ্য-প্রযুক্তি আইনে আটক মো: সাগর হোসেন
আটকের বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাহাদাত হোসেন টিটো বলেন, আটক যুবক মো: সাগর হোসেন তার ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করে সামপ্রদায়িক উসকানি দিয়েছে এ অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার ব্যবহৃত মোবাইল চেক করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও জানান তিনি। এ ঘটনায় সাগর হোসেনের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মাটিরাঙ্গা থানায় মামলা মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।
Site Powered By DigitB