হেডম্যানদের কারণে ভূমিদস্যুরা জায়গা দখল করে : প্রতিমন্ত্রী বীর বাহাদুর

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পাহাড়ে জমি কেনা-বেচাঁতে হেডম্যানদের প্রতিবেদনের প্রয়োজন হয় । আর হেডম্যানদের প্রতিবেদনের ভিত্তিতেই ভূমিদস্যুরা স্থানীয়দের জায়গা দখলের সাহস পায় ।
বুধবার দুপুরে উপজেলা ত্রিপুরা কল্যাণ সংসদের উদ্যোগে গজালিয়া ইউনিয়নের আকিরাম ত্রিপুরা পাড়ায় আয়োজিত ত্রিপুরা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লামা উপজেলা ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি ইলিশা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, বান্দরবান জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, মোস্তফা জামাল, ফাতেমা পারুল ও পিলিপ ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইসমাইল, আওয়ামী লীগের উপদেষ্টা আবু মাুছা।
মন্ত্রী বীর বাহাদুর আরো বলেন, ভূমিদস্যুদের দ্বারা স্থানীয় বাঙ্গালী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের জায়গা দখলের ঘটনা ঘটলে ওই এলাকার হেডম্যানকে বহিস্কার করা প্রয়োজন ।
নেলসন ম্যান্ডেলা ত্রিপুরার সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, আওয়ামী লীগ নেতা অজাহা ত্রিপুরা, হেডম্যান দুর্যধন ত্রিপুরা, হেমাজন ত্রিপুরা, প্রশান্ত ত্রিপুরা, ধর্মচরণ ত্রিপুরা, নিমন্দ্র ত্রিপুরা, প্রমুখ। এছাড়া সহকারি পুলিশ সুপার আব্দুস সালাম চৌধুরী, পুলিশ পরিদর্শ আনোয়ার হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, সরই ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদুল আলমসহ তিন শতাধিক ত্রিপুরা সম্প্রদায় উপস্থিত ছিলেন।
এছাড়াও তিনি দস্যুতা দমনে স্থানীয়দের পাশাপাশি প্রশাসনকেও সজাগ থাকার অনুরোধ করেন ।
একই দিন বিকালে চাম্পাতলী আনসার ব্যাটালিয়ন মাঠে আয়োজিত শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর।

আরও পড়ুন