শেখ হাসিনার স্বপ্ন পূরনে একযোগে কাজ করতে হবে: দীপংকর তালুকদার

NewsDetails_01

কাপ্তাইয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার
শেখ হাসিনার সরকার শুধুমাত্র ক্রীড়াঙ্গন নন,বাংলাদেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন করেছেন, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরনে সকলকে একযোগে কাজ করতে হবে। আজ বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে রাঙামাটির কাপ্তাই উপজেলাস্থ বড়ইছড়ি কর্ণফুলি নদীর কোল ঘেঁষে ৪২ লাখ টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মানের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।
কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে সাংবাদিক ঝুলন দত্তের সঞ্চালনায় ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ক্রীড়া পরিষদের উপ- প্রকল্প পরিচালক মো; আওলাদ হোসেন,রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের উপ পরিচালক ডা: প্রবীর খিয়াং।
আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফুটবল কোচ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল। ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যরা, জনপ্রতিনিধি, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন