রাজস্থলীতে ভেজাল বিরোধী অভিযানে ১৭ হাজার টাকা জরিমানা

NewsDetails_01

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ১৭ হাজার টাকা জরিমান আদায় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান।
জানা যায়, আজ মঙ্গলবার সকাল ১১টায় বাঙ্গালহালিয়া বাজারে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে মুদির দোকানে লাইসেন্স বিহীন সার ও কীটনাশক রাখার দায়ে আজিজ ষ্টোর এর মালিক মোঃ আজিজ সওদাগরের নিকট থেকে ১০ হাজার টাকা এবং মাছের বাজারে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ আফ্রিকার মাগুর মাছ বিক্রির দায়ে ৭ হাজার টাকা জরিমানা ও ৩০কেজি আফ্রিকার মাগুর জব্দ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, বাঙ্গালহালিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ এনামুল হক। জব্দকৃত মাগুর মাছগুলো বাঙ্গালহালিয়া ইউনিয়নের কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন