রাঙামাটি জেলায় ১০ ফেব্রুয়ারি সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ

NewsDetails_01

রাঙামাটি জেলার বিলাইছড়িতে মারমা সম্প্রদায়ের দুই বোনকে যৌন নিপীড়নের প্রতিবাদে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবিসহ ৬ দফা দাবিতে আগামী ১০ ফেব্রুয়ারি শনিবার রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি সফল করার আহব্বান জানিয়েছে হিল উইমেন্সফেডারেশন। ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতিশোভা চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা ও সাধারণ সম্পাদক মন্টি চাকমা আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এই আহব্বান জানান।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি ঢাকায় হিল উইমেন্সফেডারেশন, সিপিবি নারী সেল ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের যৌথ সংবাদ সম্মেলন থেকে হিল উইমেন্স এই অবরোধ এ কর্মসূচির ঘোষণা দেয়। সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতিতে নেতৃবৃন্দ রাঙামাটি শহর এলাকা অবরোধ আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন। এছাড়া এ্যাম্বুলেন্স ও রোগী বহনকারী গাড়ি, ফায়ার সার্ভিস, জরুরী বিদ্যুৎ সরবরাহ এবং সংবাদপত্র-সাংবাদিক বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলেও বিবৃতিতে জানানো হয়।

আরও পড়ুন