রাঙামাটিতে সকাল সন্ধ্যা হরতাল পালিত

NewsDetails_01

রাঙামাটিতে হরতাল পালনকালে বিক্ষোভ
আওয়ামী লীগ নেতা অরবিন্দু চাকমা হত্যা ও রাসেল মারমাকে কুপিয়ে জখম করার প্রতিবাদে এবং পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবীতে রাঙামাটি জেলা যুবলীগ এর ডাকে রাঙামাটিতে সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে হরতালের কারনে শহরের অভ্যন্তরে এবং দুরপাল্লার সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। নৌপথেও সকল ধরনের যাত্রীবাহি বোট ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে, শহরের বিভিন্ন পয়েন্টে পিকেটিং করছে যুবলীগ ছাত্রলীগ এর নেতৃবৃন্দ। হরতালে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য শহরে নিরাপত্তা জোরদার করা হয়।
উল্লেখ্য,রাঙামাটির জুরাছড়ি উপজেলায় মঙ্গলবার সন্ধ্যায় দুর্বৃত্তের গুলিতে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমা (৫০) কে হত্যা করা হয় অপরদিকে, একই সময়ে বিলাইছড়ি উপজেলা সদরের তিলিক্যাছড়ি এলাকায় উপজেলা আ’লীগের সহ-সভাপতি রাসেল মারমা আড্ডা দেয়ার সময় একদল দুর্বৃত্ত তার উপর লাঠি-সোঠা নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে।

আরও পড়ুন