রাঙামাটিতে শান্তিচুক্তির বর্ষপূর্তীতে তারার মেলা : আসছেন মমতাজ, কনকচাঁপা, মং, হৈমন্তি ও ফিডব্যাক

NewsDetails_01

গান করবেন দেশ সেরা একক কন্ঠশিল্পী মমতাজ, কনকচাঁপা, মং মারমা, হৈমন্তি রক্ষিত মান ও ফিডব্যাক ব্যান্ড দল
আগামী ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রনালয়ের সমন্বয়ে নানা আয়োজনে রাঙামাটিতে ৩দিন ব্যাপী কর্মসূচি পালন করা হবে। দেশ সেরা শিল্পীরা অংশ নিবেন কর্মসুচির কনসার্টে। গান করবেন দেশ সেরা একক কন্ঠশিল্পী মমতাজ, কনকচাঁপা, মং মারমা, হৈমন্তি রক্ষিত মান ও ফিডব্যাক ব্যান্ড দল। সাথে থাকছে স্থানীয় শিল্পীদের পরিবেশনাও।
সোমবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে জরুরী প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। এ কর্মসূচির মধ্যে পহেলা ডিসেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙামাটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে কথা বলবেন।
প্রস্তুতি সভায় জেলা প্রশাসক মানজারুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক মন্ত্রনালয়ে যুগ্ন সচির মো: আব্দুল মান্নান ইলিয়াজ। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জোন কমান্ডার রেদুয়ানুল হক, রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, দেশ টিভি টেলিভিশনের ডিএমডি আরিফ হাসানসহ জেলার সকল সরকারী দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, পাহাড়ে দুই দশকের বেশী সময় ধরা চলা সংঘাত নিরসনে ১৯৯৭ সনের ২রা ডিসেম্বর শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির ফলে পাহাড়ে শান্তি ফিরে আসে বন্ধ হয় সশস্ত্র সংঘাতের, শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য প্রধানমন্ত্রী ইউনেস্কো শান্তি পুরস্কার পান। পাহাড়ে শান্তি স্থাপনে চুক্তি সরকারের একটি বড় অর্জন, তাই চুক্তি স্বাক্ষরের দিনটিকে ঐতিহাসিক দিন হিসেবে পালনে সরকার সিদ্ধান্ত নিয়েছে।
সরকারীভাবে নেয়া তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে ১লা ডিসেম্বর সন্ধায় প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স, এবং পরে রাঙামাটির চিংহ্লামং মারী স্টেডিয়ামে কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে স্থানীয় ও জাতীয় পর্যায়ের অনেক নামীদামি কন্ঠ শিল্পী ও ব্যান্ড দল গান পরিবেশন করবেন। ঐদিন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে দেশটিভি।

আরও পড়ুন