রাঙামাটিতে মায়ানমার নাগরিক বৌদ্ধ ভিক্ষু আটক

NewsDetails_01

21রাঙামাটির সদর উপজেলার বালুখালী ইউনিয়নের মারমা পাড়ার শান্তিরত্ন বৌদ্ধ বিহার থেকে গোপন সংবাদের ভিত্তিতে উথোয়ানচিং মারমা (৬৮) নামে এক বৌদ্ধ ভিক্ষুকে আটক করেছে সেনা সদস্যরা। আটককৃত বৌদ্ধ ভিক্ষু মায়ানমারের নাগরিক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানায়,শুক্রবার সকাল ৭ টার দিকে রাঙামাটির বালুখালীতে অভিযান চালিয়ে ভিক্ষু উথোয়ানচিংকে আটক করে। আটক উথোয়ানচিং মারমার কাছে থেকে মায়ানমারের এক লক্ষ চল্লিশ হাজার মুদ্রা, বাংলাদেশী চার হাজার নয়শত বিশ টাকা, একটি মোবাইল ফোন ও একটি টুপি পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে উথোয়ানচিং মারমা জানায়, সে ২০০৭ সাল থেকে অবৈধভাবে রাঙামাটির বালুখালীতে বসবাস করে আসছে।
জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউছুপ ছিদ্দীকী ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, রাঙামাটির বালুখালী থেকে জুরাছড়ির সেনাবাহিনী তাকে আটক করে জুরাছড়ি থানায় নিয়ে এসেছে। শনিবার সকালে তাকে রাঙামাটির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হবে।

আরও পড়ুন