রাঙামাটিতে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩

NewsDetails_01

রাঙামাটি শহরে কাপ্তাই লেকে ধসে পড়া ভবনে চলছে উদ্ধার তৎপরতা। ছবি- বিজয় ধর
রাঙামাটি শহরে কাপ্তাই লেকে ধসে পড়া ভবনে চলছে উদ্ধার তৎপরতা। ছবি- বিজয় ধর
রাঙামাটি শহরে কাপ্তাই লেকে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাড়িয়েছে। আর এ ঘটনায় চার থেকে পাঁচজন নিখোঁজ আছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটায় শহরে কাপ্তাই হ্রদ ঘেসে গড়ে তোলা একটি দোতলা ভবন সরাসরি পানিতে হেলে পড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পিংকি (১৩) এবং মোহাম্মদ জাহিদ (৪০) এবং রুনা আক্তার। রুনা রাঙামাটি সরকারী কলেজের অর্নাসের শিক্ষার্থী।
রাঙামাটি শহরে কাপ্তাই লেকে ধসে পড়া ভবনে চলছে উদ্ধার তৎপরতা। ছবি- বিজয় ধর
রাঙামাটি শহরে কাপ্তাই লেকে ধসে পড়া ভবনে চলছে উদ্ধার তৎপরতা। ছবি- বিজয় ধর
স্থানীয় সূত্রে জানা গেছে,বিকেল সোয়া পাঁচটায় কাপ্তাই লেকে ঘেসে গড়ে উঠা ভবনটি ৭-৮ মিনিটের মধ্যে পুরাই ডেবে যায়, ডেবে যাওয়ার সময় কেউ বের হতে পেরেছে কিনা নিশ্চিত করা যায়নি। ধসে পড়া ভবনের ভেতরে সর্বমোট কতজন মানুষ আটকা পড়েছে এই রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা না-গেলেও ভেতরে যে আরো মানুষ আছে তা নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা। ভবনে ৪ টি পরিবার বসবাস করে।
আরো জানা গেছে, এই ঘটনার সাথে সাথে স্থানীয়রা প্রথম দিকে উদ্ধার কাজ চালালেও পরে রাঙামাটি জেলা প্রশাসক, দমকল বাহিনী, পুলিশসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থল ঘিরে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। একে একে নিহত ও আহতদের উদ্ধার করা হচ্ছে। শহরের রিজার্ভ বাজারস্থ সরকারি মহিলা কলেজ এলাকায় অবস্থিত এই ভবনটির মালিক ঠিকাদার নাঈম উদ্দিন টিটু।
রাঙামাটি শহরে কাপ্তাই লেকে ধসে পড়া ভবন। ছবি-বিজয় ধর
রাঙামাটি শহরে কাপ্তাই লেকে ধসে পড়া ভবন। ছবি-বিজয় ধর
স্থানীয়রা আরো জানায়, বিকেল সোয়া পাঁচটার সময় টিটুর মালিকানাধীন দোতলা ভবনটির নিচের মাটি সরে গিয়ে কাপ্তাই লেকের পানিতে পড়ে যায়। ভবনটির নীচতলার পুরোটি পানির নীচে ডুবে যায়। এসময় ভবনের ভেতরে বাচ্চাসহ বেশ কয়েকজন মানুষ রয়েছে বলে জানা গেছে।
এদিকে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, রাত আটটার নাগাদ তিন নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ মানুষের সন্ধানে কাজ করছে দমকল বাহিনী।

আরও পড়ুন