রাঙামাটিতে অবরোধ চলছে

NewsDetails_01

%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০১৬ ও আজ রোববার রাঙামাটিতে ভূমি কমিশনের বৈঠক বাতিলের দাবিতে রাঙামাটিতে পাঁচ বাঙালী সংগঠনের ডাকে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। সড়ক অবরোধের কারনে রাঙামাটিতে দূরপাল্লার সবধরনের যানবাহনসহ শহরের আভ্যন্তরীন সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ রয়েছে। অবরোধে যে কোন ধরনের ঘটনা এড়াতে শহরে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে সংগঠনের মুখপাত্র আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অবরোধ কর্মসূচীর ডাক দেওয়া হয়।
সংগঠনগুলো হলো-পার্বত্য নাগরিক পরিষদ,পার্বত্য গণপরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙালী ছাত্র ঐক্য পরিষদ।
উল্লেখ্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলের দাবিতে চলতি মাসের ১৯ অক্টোবর বান্দরবান ও ২০ অক্টোবর খাগড়াছড়িতে হরতাল পালিত হয় এবং রাঙামাটিতে হরতাল প্রত্যাহার করা হয়।

আরও পড়ুন