ভূমি কমিশনের বৈঠকের প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধ পালিত

NewsDetails_01

%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7পার্বত্য ভূমি কমিশন বাতিলের দাবীতে ও কমিশনের বৈঠকের প্রতিবাদে রবিবার রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালন করছে পার্বত্য অঞ্চলের পাঁচটি বাঙালী সংগঠন। অবরোধ চলাকালে জেলা শহরগুলোতে সব ধরণের যান চলাচল বন্ধ ছিল। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর মোতায়েন করা ছিল।
উল্লেখ্য, ৬ অক্টোবর সংসদে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন পাশ হওয়ার পর এটা কমিশনের দ্বিতীয় বৈঠক। গত বৃহস্পতিবার রাতে সংগঠনের মুখপাত্র আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সংগঠনগুলো হলো, পার্বত্য নাগরিক পরিষদ,পার্বত্য গণপরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙালী ছাত্র ঐক্য পরিষদ।
উল্লেখ্য, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলের দাবিতে চলতি মাসের ১৯ অক্টোবর বান্দরবান ও ২০ অক্টোবর খাগড়াছড়িতে হরতাল পালিত হয়, রাঙামাটিতে হরতাল প্রত্যাহার করা হয়।

আরও পড়ুন