বৃষ্টি হলেই আশ্রয়কেন্দ্রে চলে যাবেন : রাঙ্গামাটি ডিসি

NewsDetails_01

রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ
পাহাড় ধসে প্রাণহানি রোধে আগাম প্রস্তুতি হিসেবে নানা পদক্ষেপ নিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। এরই মধ্যে আজ বৃহস্পতিবার বিকেলে পাহাড়ে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সেখানে সচেতনতামূলক সাইনবোর্ড বসিয়ে দিয়েছে জেলা প্রশাসন। শহরের শিমুলতলী এলাকার জনগণকে নিয়ে সচেতনতামুলক সভাও করা হয়েছে এদিন। সভায় জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা হিসেবে যেসব কার্যক্রম হাতে নিয়েছি। এর অংশ হিসেবে শহরের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত এলাকায় আমরা সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছি। এছাড়া সবাইকে সচেতন করার কাজ করছি। তারা যাতে নিরাপদ স্থানে সরে যেতে পারে।’ তিনি স্থানীয় বাসিন্দাদের বলেন, আমরা শহরের সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছি, বৃষ্টি হলেই আপনারা আশ্রয়কেন্দ্রে চলে যাবেন। বর্ষা মৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস করার কোন দরকার নেই।
প্রসঙ্গত, ২০১৭ সনের ১৩ জুন রাঙ্গামাটিতে ব্যাপক পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ১২০ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয়। এছাড়া জেলায় ব্যাপক ঘরবাড়ি, পশু,ফসলের ক্ষতি হয়।

আরও পড়ুন