বাঘাইছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি : নিহত ১

NewsDetails_01

রাঙামাটির বাঘাইছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জেএসএস’র (এমএন লারমা) সদস্যদের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে বাঘাইছড়ির দুর্গম রূপকারি ইউনিয়নের দাঙ্গাছড়া গ্রামে এ গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় বন কুসুম চাকমা (৩০) নামে এক ব্যক্তি নিহত হন। বন কুসুম চাকমা জেএসএস (এমএন লারমা) গ্রুপের সদস্য।
স্থানীয় সূত্র জানায়, দাঙ্গাছড়া গ্রামে বৃহস্পতিবার বিকেলে ইউপিডিএফ ও জেএসএস’র (এমএন লারমা) মধ্যে ঘণ্টাব্যাপী গুলিবিনিময় হয়। এ সময় একজন নিহত ও কয়েকজন আহত হয়। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
বাঘাইছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, আমরা একজন নিহতের খবর পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। নিহতের মরদেহ উদ্ধারের পর বিস্তারিত জানাতে পারব।

আরও পড়ুন