পাহাড়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে : বীর বাহাদুর

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভায়  প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিসহ অন্যরা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভায় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিসহ অন্যরা
আওয়ামীলীগ সরকার তিন পার্বত্য জেলায় যে উন্নয়ন করেছে ইতিপূর্বে কোন সরকার এর ছিটেফোটা উন্নয়ন করতে পারেনি। তিনি আরো বলেন,পাহাড়ের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে উন্নয়ন সমন্বয় সভায় একথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

NewsDetails_03

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সন্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম ত্রিপুরা এনডিসি’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজুরী মারমা ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লাসহ তিন জেলার উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের প্রকৌশলী, মন্ত্রণালয়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় তিন পার্বত্য জেলার উন্নয়নে গৃহীত প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

আরও পড়ুন