পানিতে তলিয়ে যাচ্ছে রাঙামাটির ঝুলন্ত সেতু

NewsDetails_01

পানিতে তলিয়ে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু
পানিতে তলিয়ে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু
রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধির কারণে ঐতিহ্যবাহী পর্যটন ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে যাচ্ছে। পর্যটকদের চলাচলে নিরাপদ এবং ঝুলন্ত সেতুর ঝুঁকি এড়াতে পর্যটন কর্তৃপক্ষ রোববার বিকাল সাড়ে ৪টা থেকে সেতু পারাপর বন্ধ করে দিয়েছে। গত কয়েক দিনে টানা বর্ষনে উজান থেকে পাহাড়ি ঢল নেমে আসলে আকস্মিকভাবে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা অস্বাভাবিক বেড়ে যায়। ফলে ঝুলন্ত সেতুর পাটাতন প্রায় এক ফুট পানির নিচে ডুবে যায়।
এ প্রসঙ্গে রাঙামাটি পর্যটন কমপ্লেক্স এর নির্বাহী কর্মকর্তা সাহাদাৎ হোসেন জানান, এটা প্রাকৃতিক সমস্যা, এখানে আমাদের কোন হাত নেই। তবে আশা করি কয়েকদিন বৃষ্টি না হলে কয়েকদিনের মধ্যে ঝুলন্ত সেতুটি থেকে পানি সরে গিয়ে আবারো ভেসে উঠবে।
এদিকে ঈদ অবকাশে প্রাকৃতিক সৌর্ন্দযের লীলাভূমি পাহাড়ী কন্যা পর্যটন শহর রাঙামাটি পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছিল। ঈদের আগে থেকে রাঙামাটি শহরে হোটেল মোটেলগুলো প্রায়ই বুকিং হয়ে গিয়েছিল। তবে ঝুলন্ত সেতুটি তলিয়ে যাওয়ায় হতাশ প্রকাশ করছেন বেড়াতে আসা পর্যটকরা।

আরও পড়ুন