কাপ্তাইয়ে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালো কলেজ ছাত্র জয়ন্ত তংচঙ্গ্যা

NewsDetails_01

কাপ্তাইয়ে সড়ক দূর্ঘটনায় নিহত জয়ন্ত তংচঙ্গ্যা
রাঙামাটি জেলার কাপ্তাইয়ের বাস স্টেশন এর কাপ্তাই-চট্টগ্রাম সড়কে শনিবার পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় জয়ন্ত তংচঙ্গ্যা (২১) নামের এক কলেজ ছাত্র প্রাণ হারিয়েছে। ঢালু রাস্তায় অতিবেগে গাড়ি চালানোর ফলে সামনে পথচারী এসে গেলে নিজের গাড়ি আর নিয়ন্ত্রণ করতে না পেরে মোটর সাইকেল উল্টে গিয়ে সে গুরুতর আহত হয়। স্বানীয়রা তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল এ নিয়ে গেলে সেখানে সে দুপুরে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যু বরণ করেন। সে রাঙামাটি সদরের বাইল্যা মিতিঙ্গাছড়ি এলাকার অর্জুন তংচঙ্গ্যার পুত্র এবং কর্ণফুলী সরকারি কলেজের এইচ.এস.সি পরিক্ষার্থী।
কাপ্তাই থানার ওসি সৈয়দ মো: নুর জানান জানান, কাপ্তাই ইউনিয়নের বাসস্ট্যান্ডের সামনে ঢালু সড়কে পথচারীকে সাইড দিতে গিয়ে চলন্ত মোটর সাইকেল (চট্টমেট্রো ল ১২-১৩৮০) নিয়ে সড়কের উপর আছড়ে পড়ে শনিবার সকালে গুরুতর আহত হয়েছেন জয়ন্ত তংচঙ্গ্যা।
পরবর্তীতে স্থানীয়রা তাকে ঘটনাস্থল হতে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন