শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ অনেক এগিয়ে গেছে : ফিরোজা বেগম চিনু এমপি

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাইয়ে সাংসদ সদস্য ফিরোজা বেগম চিনু
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে গেছে, বিশ্বের কাছে বাংলাদেশ এখন একটি মডেল দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, প্রতিটি সেক্টরে ডিজিটাল হওয়ার ফলে মানুষের দৌঁরগোড়ায় সেবা পৌছে গেছে। আজকে আমরা উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছি এর পর আমরা উন্নত রাষ্ট্রে পরিনত হবো। আজ মঙ্গলবার রাঙামাটির কাপ্তাই তথ্য অফিস এর আয়োজনে স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সাংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।
কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট( বিএসপিআই) এর সিভিল উড মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএসপিআই এর অধ্যক্ষ আশুতোষ নাথ। বিএসপিআই এর নন টেক বিভাগের বিভাগীয় প্রধান পলাশ কান্তি বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আ’লীগ এর সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম, পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী থয়ন কুমার ত্রিপুরা, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, মহিলা সাংসদের কাপ্তাই প্রতিনিধি ইব্রাহিম খলিল।
আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই এর সহকারী তথ্য কর্মকর্তা মো: হারুন। এর আগে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে তথ্য চিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় বিএসপিআই এর বিভাগীয় প্রধানগন,বিভিন্ন বিভাগের শিক্ষার্থী,সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন