রাঙামাটিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

NewsDetails_01

বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত আশিষ কুমার পাল
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন বাঘাইহাটের ১০নং ডিপি পুলিশ ক্যাম্পে বিদ্যুৎপৃষ্ট হয়ে আশিষ কুমার পাল (২৪) নামে একজন পুলিশ কনস্টেবল মারা গেছেন। তার কনস্টেবল নাম্বার-৩০০৮। বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানায়। শুক্রবার দিবাগত রাত এগারোটার সময় এই ঘটনা ঘটে।
এব্যাপারে রাঙামাটির পুলিশ সুপার মোঃ আলমগীর কবির বলেন, রাত এগারোটা নাগাদ আশিষ কুমার পাল ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলো। সে সময় আকস্মিকভাবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের লোকজন সেখানে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু এর আগেই ঘটনার সাথে সাথে সেখানে কর্মরত থাকা পুলিশের কনস্টেবল আশিষ কুমার পাল বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়।
পুলিশ সুপার জানান, শনিবার নিহতের ময়নাতদন্তের পর তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হবে। পুলিশ সুপার জানান, আগুনের কিছুক্ষণের মধ্যেই সেটি নিয়ন্ত্রণে নিয়ে আসায় পুলিশের অস্ত্র-গোলাবারুদসহ অন্যান্য পুলিশ সদস্যরা সকলেই অক্ষত রয়েছে।
জানা গেছে, নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন ঘাসের খিল গ্রামের (পোষ্ট অফিস: করিহাটি বাজার) হারাধন কর্মকার ও দিপালী রানী পাল এর সন্তান আশিষ ২০১৪ সালের ১০অক্টোবর পুলিশ বাহিনীর চাকুরিতে প্রবেশ করে। রাঙামাটি আসার আগে সে চট্টগ্রামের সিএমপিতে কর্মরত ছিলো।

আরও পড়ুন