যুদ্ধাপরাধীদের সহযোগীদেরও বিচার হবে: প্রধানমন্ত্রী

NewsDetails_01

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
যুদ্ধাপরাধীদের মদদ দানকারীদের বিচারও বাংলার মাটিতে হবেই হবে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
শেখ হাসিনা বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার করেছি। সাজা হয়েছে। এখনও বিচার অব্যাহত রয়েছে। কিন্তু যারা তাদের মদদ দিয়েছে, মন্ত্রী বানিয়েছে, গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছে, আশ্রয়-প্রশ্রয় দিয়েছে সেই মদদ দানকারীদেরও বিচার বাংলার মাটিতে হবে।’
অন্ধকার দিন পার করেছি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের পর যারাই ক্ষমতায় এসেছে, তারাই দেশকে শুধু পিছনে নিয়ে গেছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে মূলত জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ। এতে ছাত্রলীগের সাবেক নেতারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন