ফেসবুক কাজ করছে না : ইউজারদের মাথায় হাত

NewsDetails_01

কাজ করছে না ফেসবুক। হোমপেজ খুললেও কোনও স্ট্যাটাস আপডেট করা যাচ্ছে না। পোস্ট করা যাচ্ছে না ছবি বা কমেন্ট। শনিবার সন্ধ্যায় আচমকাই বিশ্বের বেশ কয়েকটি প্রান্তে কাজ করা বন্ধ করে দেয় জনপ্রিয়তম সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি। তবে খুব বেশিক্ষণ এই গলদ স্থায়ী হবে না সম্ভবত।
ফেসবুক আচমকা কাজ বন্ধ করে দেওয়ায় কোটি কোটি অনুরাগী ক্ষোভে ফেটে পড়েছেন। ক্ষোভ প্রকাশের জন্য তাঁরা বেছে নেন টুইটারকে। সেখানে অনেকে লিখেছেন, সম্ভবত কোনও যান্ত্রিক কারণে ফেসবুক কাজ করছে না। শুধু বাংলাদেশ নয়, ভারত, ব্রিটেন, আমেরিকা, জার্মানি, ফ্রান্স থেকেও ইউজাররা টুইট করে এই কথা স্বীকার করেছেন। কেউ কেউ তো সাইবার হামলার শিকার হয়েছেন কি না,সেটাও জানতে চেয়েছেন।
ফেসবুকের তরফে এখনও পর্যন্ত বিবৃতি দেওয়া হয়নি। এই প্রথম নয় অবশ্য, এর আগেও চলতি বছরে বেশ কয়েকবার কাজ করা বন্ধ করে দিয়েছে মার্ক জুকার্বার্গের এই ‘ব্রেন-চাইল্ড’। কখনও প্রশান্ত মহাসাগরের নিচে ফাইবার অপটিকস ছিঁড়ে আবার কখনও পরিকাঠামোগত ত্রুটির কারণে বিঘ্নিত হয়েছে ফেসবুকের পথ চলা।

আরও পড়ুন