নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা মামলার দুই অাসামী ঢাকায় অাটক

NewsDetails_01

নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা
ঢাকার অাশুলিয়ার বুড়িরবাজার থেকে রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা মামলার দুই অাসামী অাটক করা হয়েছে। আজ শনিবার বিকালে তাদের আটক করে পুলিশ। তারা হলেন- রাঙ্গামাটির বাসিন্দা রিপন চাকমা ও সুনীল ত্রিপুরা।
আশুলিয়া থানার উপপরিদর্শক ফরহাদ ছোটন পাহাড়বার্তাকে জানান,উপজেলা চেয়ারম্যান হত্যাকাণ্ডে জড়িত দুই আসামি আশুলিয়ায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে বুড়ির বাজার এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত ৩ মে রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান, পার্বত্য শান্তিচুক্তির মধ্যস্থতাকারী ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমা গ্রুপ কেন্দ্রীয় কমিটির (জেএসএস সংস্কার) সহ-সভাপতি এডভোকেট শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় চেয়ারম্যানের সাথে থাকা জেএসএস সংস্কারের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রূপম চাকমাও গুলিবিদ্ধ হয়।

আরও পড়ুন