জিয়া রাজনীতিকে শুধু জটিল নয় কুটিলও করে গিয়েছিলেন: হানিফ

NewsDetails_01

image-5585‘বাংলাদেশে নষ্ট সময় চলছে’ বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মন্তব্য করেছেন তার সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘নষ্ট সময় বলতে উনি (ফখরুল) কী বুঝিয়েছেন সেটা আমরা জানি না। বাংলাদেশে নষ্ট রাজনীতি শুরু করেছিলো মির্জা ফখরুলদের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তিনি ৭৫ বঙ্গবন্ধু হত্যার পর যে ডায়লগটি দিয়েছিলেন তা হলো- রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে দেবেন। তিনি রাজনীতি শুধু জটিল করে দেননি কুটিল করে দিয়েছিলেন। তার কুফল দেশবাসী অনেক দিন বয়ে বেড়িয়েছে।’

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ।

NewsDetails_03

তিনি বলেন, ‘এখন দেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারায় চলছে। দেশকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসছে। সেই সময় কোন দৃষ্টি থেকে মির্জা ফখরুলের এ ধরণের কথা বলা সেটা আমাদের বোধগম্য নয়। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন মির্জা ফখরুলরা এ ধরণের বক্তব্য দিয়ে কোন ধরণের ষড়যন্ত্র করছে তা জাতি জানতে চায়।’

সোমবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠ হয়েছে। বিএনপির অভিযোগ ভিত্তিহীন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজ্জাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, আমিরুল আলম মিলন, বিপ্লব বড়ুয়া, রেমন্ড আরেং প্রমুখ। খবর-বাংলা ট্রিবিউন এর।

আরও পড়ুন