কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিল থেকে পানি ছাড়ার পরিমান বৃদ্ধি

NewsDetails_01

কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র
গত কয়েকদিনে অবিরাম বর্ষনের ফলে আবারোও রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিল দিয়ে পানি ছাড়ার পরিমান বৃদ্ধি করেছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ।
কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী আব্দুর রহমান জানান,রাঙামাটি এবং এর আশেপাশের এলাকায় গত ২ দিন বৃষ্টিপাত বেশী হওয়ায় উজান থেকে নেমে আসা পানি বৃদ্ধির ফলে কাপ্তাই লেকে স্বাভাবিকের চেয়ে পানি বেশী হওয়ায় গতকাল রোববার থেকে এই কেন্দ্রের ১৬ টি স্পিল দিয়ে ২ ফুট হারে বাড়তি পানি ছাড়া হচ্ছে। এর আগে গত মঙ্গলবার ১৬ টি স্পিল দিয়ে ৬ ইঞ্চি করে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক করো পানি ছাড়া হয়।
পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সুত্রে জানা যায় রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী গতকাল ২৩ জুলাই কাপ্তাই লেকে পানি থাকার কথা ৮৭.৫২ ফুট মীনস সী লেভেল। কিন্ত লেকে বর্তমানে পানি রয়েছে ১০৫.৩৯ ফুট মীনস সী লেভেল। প্রয়োজনের চেয়ে লেকে ১৮ ফুট পানি বেশী রয়েছে। ফলে উধ্বর্তন কতৃপক্ষের সিদ্বান্ত মোতাবেক কাপ্তাই লেক হতে পানি ছাড়া হচ্ছে।
এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫ টি ইউনিটের মধ্যে ৪ টি সচল রয়েছে। এই ৪ টি ইউনিট হতে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে জানান কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম।

আরও পড়ুন