স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

NewsDetails_01

স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন
বান্দরবানের আলীকদম উপজাতী আবাসিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্ত্রী আদিবাসী কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সন্মিলিত আদিবাসী ছাত্র সমাজ। সোমবার সকালে জেলা শহরের মধ্যম পাড়া থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে মানববন্ধনে করে। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আদিবাসী শিক্ষার্ত্রীরা মানববন্ধনে অংশগ্রহন করে।
মারমা স্টুডেন্ট কাউন্সিল এর সভাপতি লুসাই মং মার্মার সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,চাক স্টুডেন্টন্স অর্গানাইজেশন এর কেন্দ্রিয় আহব্বায়ক থোয়াই ক্যাজাই চাক, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সভাপতি শিমন্ত ত্রিপুরসহ অনেকে। এই সময় বক্তারা কিশোরী ছাত্রী ধর্ষণের সাথে জড়িত মিজানুর রহমান ও সাইফুল ইসলামের শান্তির দাবী করেন।
গত শনিবার রাতে আলীকদমের চৈক্ষ্যং ইউনিয়নের রেফার ফাঁড়ি এলাকায় এই কিশোরিকে ধর্ষণ এবং এর ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করবে বলে হুমকি প্রদান করে। কিশোরী বিষয়টি বাসায় জানালে তার ভাই রোববার বাদী হয়ে আলীকদম থানায় মামলা করেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মিজানুর রহমান ও সাইফুল ইসলামকে গ্রেফতার করে।

আরও পড়ুন