শেষ হলো আমতলী তঞ্চঙ্গ্যাপাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান

NewsDetails_01

আমতলী তঞ্চঙ্গ্যাপাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠানে চীবর প্রদান করছেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। ছবি-বাটিং মার্মা।
আমতলী তঞ্চঙ্গ্যাপাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠানে চীবর প্রদান করছেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। ছবি-বাটিং মার্মা।
বান্দরবানের সুয়ালক ইউনিয়নের আমতলী তঞ্চঙ্গ্যাপাড়া বৌদ্ধ বিহারে নানা আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা কঠিন চীবর দান অনুষ্ঠান শেষ হয়েছে।
এসময় বৌদ্ধ ধর্মের উপাসক-উপাসিকরা ভগবান বুদ্ধের উদ্দেশ্যে চীবর দান করেন। অনুষ্টানে বুদ্ধপূজা, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধ মূর্তিদান, ত্রিপিটক দানসহ ধর্মীয় প্রার্থনায় মিলিত হয় বৌদ্ধ ধর্মানুসারীরা। কঠিন চীবর দান উপলক্ষে দায়ক-দায়িকারা বিহারে সমবেত হয়ে পঞ্চশীল গ্রহণ করেন।
ভদন্ত লোকপ্রিয় মহাথের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রাণী সাহা, পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মং ক্য চিং চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ কে এম জাহাঙ্গীর, সুয়ালক ইউনিয়নের চেয়ারম্যান উ ক্যনু, সাবেক চেয়ারম্যান রাং লাই ম্রো প্রমুখ। এসময় আমতলী তঞ্চঙ্গ্যাপাড়া পালিটোল বিদ্যানিকেতন উদ্ভোধন করেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।
পুণ্যার্জনের জন্য জেলার বিভিন্ন এলাকা থেকে শতশত নারী-পুরুষ এ অনুষ্ঠানে যোগদান করেন। বিকেলে ভগবান বুদ্ধের উদ্দেশ্য মন্দিরে প্রদীপ প্রজ্জলন এবং ফানুস উত্তোলনের মধ্য দিয়ে বিহারের এই কঠিন চীবর দান উৎসব শেষ হয়।

আরও পড়ুন