শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাস করে : বীর বাহাদুর

NewsDetails_01

পুলপাড়া কালী মন্দিরের উদ্বোধন করছেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাস করে, সেটা পার্বত্য বাসি বুঝে গেছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে বদলে যাচ্ছে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ।
রবিবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের ২০ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়িত পুলপাড়া কালী মন্দিরের উদ্বোধন কালে এসব কথা বলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে। সরকারের অবদানে আজ পাহাড়ে উন্নয়নের জোয়ার উঠেছে। পাহাড়ের মানুষ আজ উন্নয়ন কি বুঝে, কোন দল ক্ষমতায় গেলে কি করবে তা পাহাড়ের মানুষ জানে।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছিন আরাফাত, সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল আজিজ, ২নং কুহালং ইউপি চেয়ারম্যান সানু প্রু মার্মা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক তাপস দাশসহ স্থানীয় সনাতনী ধর্মাবলম্বীদের নেতাকর্মী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গরা।

আরও পড়ুন