শিক্ষাই পারে পিঁছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিতে : বীর বাহাদুর

NewsDetails_01

বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গনে নবীন বরণ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি
বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গনে নবীন বরণ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি
পার্বত্য এলাকার পিঁছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিতে হলে শিক্ষার গুরুত্ব অপরিসীম । একক চেষ্টা নয় সকলের সহযোগিতায় পার্বত্য এলাকার এই শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নেয়া সম্ভব । শনিবার সকালে বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গনে নবীন বরণ অনুষ্ঠানে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।
বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার বণিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, পৌর মেয়র মো: ইসলাম বেবী, বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া । প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, খুব শীঘ্রই নাইক্ষ্যংছড়ি উপজেলায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করা হবে । এছাড়াও আলিকদম উপজেলায় ক্যান্ট: পাবলিক স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন পার্বত্য প্রতিমন্ত্রী।
বান্দরবান সরকারি কলেজের প্রশাসনিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করছেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
বান্দরবান সরকারি কলেজের প্রশাসনিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করছেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
এছাড়াও পার্বত্য এলাকায় শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য বান্দরবান পার্বত্য জেলায় খুব শীঘ্রই পলিটেকনিক্যাল ইনস্টিউট গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পার্বত্য মন্ত্রী । এ সময় মন্ত্রী বান্দরবান সরকারি কলেজের জন্য আন্ত:ক্রীড়া ও বহি:ক্রীড়ার জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে ২ লক্ষ টাকা অনুদান দেয়া হয় ।

আরও পড়ুন