শান্তি সম্প্রিতীর উদাহরণ বান্দরবানঃ বীর বাহাদুর এমপি

NewsDetails_01

বান্দরবানে শারদীয় দুর্গা পূজায় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। ছবি-রাহুল বড়ুয়া ছোটন ।
বান্দরবানে শারদীয় দুর্গা পূজায় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। ছবি-রাহুল বড়ুয়া ছোটন।
শান্তি সম্প্রিতীর উদাহরণ বান্দরবান। ৬৪ জেলার মধ্যে বান্দরবানের উৎসবগুলো ব্যতিক্রম,এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সকলের উৎসবে অংশগ্রহন করে। শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবানে শারদীয় দুর্গা পূজায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,“প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে,সকল ধর্মের মানুষ একে অন্যের আত্মার আত্মীয় হিসাবে এখানে সকল সম্প্রদায় সকলের উৎসবে অংশ গ্রহন করে”। তিনি আরো বলেন, মায়ের এই আগমনকে আমরা স্বাগত জানায়,সকল অশুভ শক্তিকে বিদায় করে শুভ শক্তির উদয়ে অংশগ্রহন করি। তিনি এসময় সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান।
শারদীয় উৎসবে বস্ত্র বিতরণ করছেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। ছবি-রাহুল বড়ুয়া ছোটন।
শারদীয় উৎসবে বস্ত্র বিতরণ করছেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। ছবি-রাহুল বড়ুয়া ছোটন।
জেলা শহরের রাজার মাঠে শারদীয় দুর্গা পূজায় শনিবার সন্ধ্যায় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন এবং তিনি দেবীর মুখ উন্মোচন করেন। অনুষ্ঠানে পূজা উৎযাপন পরিষদের নেতারা প্রতিমন্ত্রীসহ অন্য অতিথিদের ‍উত্তরিয় পরিয়ে দেন। এসময় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জোবায়ের সালেহীন, বান্দরবানের পৌর মেয়র ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা,পূজা উৎযাপন পরিষদের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক রাজেশ্বর দাশসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী ৫শত গরীব নারীকে বস্ত্র বিতরণ করেন। এর পরপরই স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয় বলে জানা গেছে।

আরও পড়ুন