শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া উন্নয়ন সম্ভব নয় : প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

NewsDetails_01

শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া কোন উন্নয়ন সম্ভব নয় ।আওয়ামীলীগ সরকার পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেছেন বলেই আজ পাহাড়ের শান্তিপূর্ণ উন্নয়ন হচ্ছে।

বুধবার সকালে বান্দরবানের অরুণ সারকী টাউন হলে পাড়াকেন্দ্রের পাড়াকর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি একথা বলেন।

NewsDetails_03

পার্বত্য অঞ্চলে রক্ষক্ষয়ী সংঘাতের বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, এক সময় রক্তক্ষয়-সংঘাত ছিল। এই সংঘাতের কারণ ও সমস্যা চিহ্নিত করেই বাংলাদেশ আওয়ামীলীগ শান্তি চুক্তি করে ছিল। এ চুক্তি পুরোপুরি বাস্তবায়নের জন্য আওয়ামীলীগ সরকার কাজ করছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) তরুণ কান্তি ঘোষের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য বাস্তবায়ন ও সদস্য পরিকল্পনা (উপসচিব) হারুন অর রশীদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্যনির্বাহী কর্মকর্তা মো. শহিদুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াছির আরাফাত,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছিন আরাফাত,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দি, জেলা মহিলা বিসয়ক কর্মকতা সুম্মিতা খীসাসহ বান্দরবান,রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পাড়াকেন্দ্রের কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

আরও পড়ুন