শান্তিচুক্তির কারনে পার্বত্য এলাকায় উন্নয়নের জোয়ার : বীর বাহাদুর

NewsDetails_01

বান্দরবানের থানচি উপজেলায় কলেজসহ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,১৯৯৭ সালে ২রা ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বলেই আজ পার্বত্য এলাকার উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে। শনিবার বান্দরবানের থানচি উপজেলায় কলেজসহ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন কালে তিনি একথা বলেন। এসময় তিনি উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করার আহব্বান জানান।
শনিবার সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নের উপজেলা সদরের ফায়ার সার্ভিস ষ্টেশনের ২কোটি ৫০হাজার টাকা ব্যয়ের ভবন নির্মাণ, ২৫ লক্ষ টাকা ব্যয়ের উপজেলা পরিষদ ভবন সংস্কার, ৪৫লক্ষ টাকা ব্যয়ে থানচি উপজেলা রেষ্ট হাউজ নির্মাণ উদ্বোধন করেন।
তিনি গত ১৩ ই জুন পাহাড় ধসে ঘরবাড়ী সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ ৩১৫ হত দরিদ্র পরিবারের মাঝে দুই স্তরের স্থানীয় এনজিও সংস্থা বিএনকেএস, দাতা সংস্থা একশনএইড বাংলাদেশ সহযোগীতায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ ৮৭ পরিবারকে ৯ হাজার টাকা, মাঝারি ক্ষতিগ্রস্থ ২২৮ পরিবারকে ৪ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
এ সময় বলিপাড়া ৩৩বিজিবি’র সিও লে: কর্ণেল মো: হাবিবুল হাসান পিএসসি,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য থোয়াইহ্লামং মারমা,সদস্য ফিলিপ ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো: আবদুল আজিজ,উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গির আলম, দাতা সংস্থা একশনএইড বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবীর, স্থানীয় এনজিও সংস্থা বিএনকেএস এর নির্বাহী পরিচালক হ্লাসিংনু মারমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বীর বাহাদুর আরো বলেন, অত্র জেলার থানচি উপজেলা জনগন অতি দরিদ্র। তাদের পক্ষে ছেলে মেয়েদের লেখাপড়া করানো কোন ভাবেই সম্ভব নয়। কলেজটি চালু হওয়ার ফলে দরিদ্র শিক্ষার্থীরা সহজেই উচ্চ শিক্ষা লাভ করতে পারবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার বান্দরবানের ৩টি কলেজকে সরকারী করন করেছে। শিক্ষার মান ভাল হলে এ কলেজটিও সরকারী করণ করা হবে বলেও তিনি জানান।

আরও পড়ুন