শনিবার থেকে শুরু হচ্ছে প্রবারণা উৎসব

NewsDetails_01

picture-13-oct-2016
পার্বত্য জেলা বান্দরবানে শনিবার থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী মারমা সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা (ওয়াগ্যোয়াই পোয়ে)। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান উৎসব উদযাপন কমিটি । এসময় উপস্থিত ছিলেন মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উৎসব উদযাপন কমিটির সভাপতি হ্লাগ্যচিং মার্মা , সাধারণ সম্পাদক কো কো চিং
মার্মা, মহিলা বিষয়ক সম্পাদক একিনু মার্মা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা । আগামী শনিবার থেকে শুরু হওয়া চারদিন ব্যাপি এ অনুষ্ঠানে থাকছে ভগবান বুদ্ধের উদ্দেশ্য ফানুস বাতি উড়ানো, হাজার বাতি প্রজ্জলন, বিহারে (মণ্ডপে) দায়ক-দায়িকাদের গমন, বৌদ্ধ ধর্মীয়গুরুদের ধর্মদেশনা এবং রাতে রথ যাত্রা । আগামী ১৭ অক্টোবর সাঙ্গু নদীতে রথ বিসর্জন আর ১৮ অক্টোবর ধর্ম দেশনার মধ্যে দিয়ে শেষ হবে এ উৎসব ।

আরও পড়ুন