“লাশটি আমার বাবার” পাহাড়বার্তাকে শামীম রেজা

NewsDetails_01

রুমা পোষ্ট অফিসের পোষ্ট মাষ্টার জবিউল আলম
বান্দরবানের রুমা-বান্দরবান সড়কের দলিয়ান পাড়ার পার্শ্বের ঝিরি থেকে উদ্ধার করা লাশটি আমার বাবার। আজ সোমবার রাত সাড়ে এগারটায় পাহাড়বার্তা’কে একথা বলেন জেলার রুমা ডাকঘরের পোষ্ট মাষ্টার জবিউল আলম এর সন্তান শামীম রেজা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে সোমবার রুমা-বান্দরবান সড়কের দৌলিয়ান পাড়ার পার্শ্বের ঝিরি থেকে গলিত এক পুরুষের লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ সনাক্তে পাহাড় ধসের নিখোঁজদের স্বজনদের দ্রুত খবর পাঠানোর পর রাতে কুমিল্লা থেকে বান্দরবানের এসে পোষ্ট মাষ্টার জবিউল আলম এর সন্তান শামীম রেজা বাবা জবিউল আলম এর লাশ সনাক্ত করে।
পোষ্ট মাষ্টার জবিউল আলম এর পারিবারিক সূত্রে জানা গেছে, পোষ্ট মাষ্টার জবিউল আলম এর লাশ না পাওয়ার কারনে গত শুক্রবার গায়েবানা জানাজা পড়ে নিহতের স্বজনরা। জবিউল আলমের গ্রামের বাড়ি ব্রাক্ষনবাড়িয়ার কসবা উপজেলায় হলেও স্ত্রী ও চার ছেলে এবং ১ মেয়েকে নিয়ে বসবাস করতেন কুমিল্লার রাজগঞ্জে। ঘটনা শুনার পর গত ২৩ তারিখ ছেলে শামীম রেজাসহ ৪জন বান্দরবানে লাশের সন্ধানে আসলেও গত বৃহস্পতিবার তারা লাশ না পেয়ে ফিরে যান খালি হাতে। আর এরপর থেকে মর্মান্তিক এই ঘটনায় পরিবারের কারো যেন কান্না থামছেনা। আজ রাতেই লাশ নিজ বাড়িতে নিয়ে দাফন করা হবে।
এদিকে জেলার রোয়াংছড়ি থানার উপ পরিদর্শক মো:মনির হোসেন পাহাড়বার্তা’কে বলেন, লাশটি সনাক্ত করে পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
পাহাড় ধসে নিখোঁজ থাকা চারজনের মধ্যে গত সোমবার সকালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাঙ্গুনদীতে ভাসমান অবস্থায় থাকা রুমা উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের অফিস সহকারী মুন্নি বড়ুয়ার লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। মুন্নির লাশ বান্দরবানের সাঙ্গু নদী দিয়ে ভেসে বাঁশখালীর সাঙ্গু নদীতে চলে যায়। পরে স্বজনরা চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে লাশ সনাক্ত করে বান্দরবানে নিয়ে আসে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার রোয়াংছড়ি উপজেলার বেতছড়া এলাকার সাঙ্গুনদীর চর থেকে মাটিতে চাপা পড়া অবস্থায় রুমার কৃষি ব্যাংক কর্মকর্তা গৌতম নন্দীর লাশ উদ্ধার করে পুলিশ। গত ২৩ জুলাই সকালে বান্দরবান রুমা সড়কের দলিয়ান পাড়া এলাকায় পাহাড় ধসের ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে জেলার রুমা উপজেলার সিংমেচিং মার্মা।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই অনলাইন নিউজ পোর্টাল পাহাড়বার্তা “আমার বাবার লাশটা পেলাম না” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে, প্রতিবেদনটিতে পোষ্ট মাষ্টার জবিউল আলম এর লাশ না পাওয়ায় সন্তান শামীম রেজার আক্ষেপের কথা উঠে আসে।

আরও পড়ুন