লামায় স্বাস্থ্য বিষয়ক সেমিনার

NewsDetails_01

লামায় স্বাস্থ্য বিষয়ক সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ
ঐতিহ্যবাহী রোগের উপশমকারী, কারবারী, স্থানীয় নেতৃবৃন্দ ও ওঝা গনদের নিয়ে বান্দরবানের লামা উপজেলায় স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্টিত হয়েছে।
চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচীর অধীনে সিবিআইচসি অপারেশনাল প্লানের ট্রাইবাল হেলথ প্রোগ্রামের আওতায় আজ মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সেমিনার অনুষ্টিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উইলিয়াম লুসাইয়ের সভাপতিত্বে সেমিনারে ট্রাইবাল হেলথের সহকারী পরিচালক ও ডিপিএম ডা. রিজওয়ানুর রহমান প্রধান অতিথি ছিলেন। স্বাস্থ্য পরিদর্শক সমীরণ বড়ুয়ার সঞ্চালনায় এতে প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, সেরকারী সংস্থা ব্র্যাকের উপজেলা ম্যানেজার জসিম উদ্দিন, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) রুপন চৌধুরী বিশেষ অতিথি ছিলেন।
সেমিনারে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে সরকারী স্বাস্থ্য কেন্দ্র থেকে সেবা গ্রহণের হার বৃদ্ধির জন্য কি করা যেতে পারে বা কি ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন, ডা. আজিজুর রহমান খান।

আরও পড়ুন