লামায় শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষায় আন্ত:ধর্মীয় সংলাপ

NewsDetails_01

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থান, স্থিতিশীলতা এবং পারস্পরিক সহনশীলতাসহ শ্রদ্ধাবোধ বিষয়ক আন্ত: ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা তহজিংডং’র উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। প্রকল্পের প্রশিক্ষক মাইকেল মন্ডলের সঞ্চালনায় সংলাপে ইসলাম ধর্মের আলোকে সংলাপে বক্তা ছিলেন, লামা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ আজিজুল হক। হিন্দু ধর্মের বক্তা ছিলেন, বাবুল কান্তি শীল। বৌদ্ধ ধর্মের প্রধান বক্তা ছিলেন, প্রিয়দশী বড়ুয়া। বেপ্টিস মিশনের পালক রে প্রু মার্মা খৃষ্টান ধর্মের বক্তা ছিলেন।
এস.আই.ডি, সি.এইচ.টি ও ইউ.এন.ডি.পি প্রকল্পের আওতায় গঠিত এলভিএমএফ কমিটির লোকাল ভলেন্টিয়ার মেডিয়েটর ফোরামের সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সংলাপের উদ্বোধন করেন। এতে বেসরকারী সংস্থা ইউ.এন.ডি.পি’র আঞ্চলিক কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা ফেসিলেটর মো. সেলিম উদ্দিন ও প্রকল্প সমন্বয়ক পাই সিংউ মার্মা প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।

আরও পড়ুন