লামায় বৃক্ষ মেলা সম্পন্ন

NewsDetails_01

লামায় ফলদ বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী
বান্দরবানের লামা উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত তিন দিনের ফলদ বৃক্ষ মেলা আজ বৃহস্পতিবার বিকালে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে মেলা প্রাঙ্গনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএডিসি’র উপ-পরিচালক মাহফুজুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা জুয়েল মজুমদার, আজিজনগর উদ্যান উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহবুবুর রহমান ও প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া বিশেষ অতিথি ছিলেন। বিএডিসি’র এগ্রো সার্ভিস সেন্টার, আজিজনগর উদ্যান উন্নয়ন প্রকল্প ও কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্প স্টল সাজানো ছিল হারিয়ে যাওয়া নানা প্রজাতির দেশীয় ফলের চারায় ভরপুর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী বলেন, কৃষি ও উদ্যান উন্নয়নের ক্ষেত্রে আধুনিক তথ্য-প্রযুক্তির ব্যবহার এবং সার ও কীট নাশকের সুষম ব্যবহারের উপর সময়োপযোগী প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে। প্রদর্শিত স্টলগুলোর মধ্যে কৃষক পর্যায়ে মো. শাহ জাহান প্রথম, প্রু মাচিং দ্বিতীয় ও সামছুল আলম তৃতীয় স্থান অধিকার করে। ব্যক্তি পর্যায়ে খাজা নার্সারী প্রথম, আল্লাহর দান দ্বিতীয় ও উত্তর বঙ্গ নার্সারী তৃতীয় স্থান এবং প্রতিষ্ঠান পর্যায়ে কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্প প্রথম, স্যাপলিং প্রকল্প দ্বিতীয় স্থানে অধিষ্ঠিত হয়। বেসরকারী পর্যায়ে বৃটিশ আমেরিকান টোব্যাাকো বাংলাদেশ প্রথম, ঢাকা টোব্যাকো দ্বিতীয় ও আবুল খায়ের টোব্যাকো কোম্পানী তৃতীয়, সরকারী পর্যায়ের কৃষি সম্প্রসারণ প্রথম, বিএডিসি দ্বিতীয় ও বন বিভাগ তৃতীয় স্থান অধিকার করে। শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকাদের মাঝে এবং আগত কিষাণ-কিষাণীগণদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন