লামায় বিনামূল্যে সোলার প্যানেল পেল ৩২ প্রতিষ্ঠান

NewsDetails_01

বিদ্যুৎহীন দুর্গম পাহড়ি এলাকায় বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে সোলার প্যানেল বিতরণ করেছে বান্দরবানের লামা উপজেলা পরিষদ। সরকারের ২০১৬-১৭ অর্থ বছর (১ম পর্যায়) গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর ও কাবিটা) সাধারণ কর্মসূচীর গৃহীত প্রকল্পের আওতায় উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার ৩২টি শিক্ষা, ধর্মীয়, সামাজিক প্রতিষ্ঠান ও কারবারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এ সোলার বিতরণ করা হয়। বুধবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী তার কার্যালয়ে সোলার বিতরণ উদ্বোধন করেন। এ সময় নির্বাহী অফিসার খিনওয়ান নু, পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, গজালিয়া মৌজা হেডম্যান প্রতিনিধি মংক্যচিং চৌধুুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের কার্য-সহকারী আতিকুর রহমান, সাংবাদিক মো. নুরুল করিম আরমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু বলেন, দুর্গম পাহাড়ের যেসব এলাকায় বিদ্যুৎ নেই, সেসব এলাকায় বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে সরকার বিকল্প হিসেবে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ প্রকল্প হাতে নিয়েছে। তাই সরকারের লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রত্যেক প্রতিষ্ঠান প্রতিনিধিকে যতœসহকারে প্রাপ্ত সোলার প্যানেল ব্যবহারের আহবান জানান তিনি।

আরও পড়ুন