লামায় ফিটনেস বিহীন গাড়ি : অভিযানে ২০ পরিবহনকে জরিমানা

NewsDetails_01

লামায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খিনওয়ান নু
বান্দরবানের লামা উপজেলায় বৈধ পন্থায় যাত্রী পরিবহনের লক্ষ্যে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খিনওয়ান নু এ অভিযান পরিচালনা করেন। এ সময় সড়কের বিভিন্ন পয়েন্টে ফিটনেস বিহীন গাড়ী ও অতিরিক্ত যাত্রী পরিবহনের অপরাধে ২০ যান চালককে জরিমানা করা হয়।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে লামা উপজেলার বিভিন্ন সড়কে ফিটনেসবিহীন গাড়ি ও অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে প্রায় দুর্ঘটনা ঘটে। এতে গত কয়েক বছরে কয়েক‘শ মানুষ পঙ্গুত্ব বরণসহ নিহত হয়েছে। সর্বশেষ ঈদের দিন সকালে অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে একটি জীপগাড়ি দুর্ঘটনায় পতিত হয়ে ৪জন নিহত ও ৪৬জন আহত হয়। অবশেষে ফিটনেস বিহীন গাড়ি ও অতিরিক্ত যাত্রী পরিবহনের বিরুদ্ধে অভিযানে নামে প্রশাসন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খিনওয়ান নু বলেন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন