লামায় দোকান ও বসতঘরে চুরি

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় এক রাতে একটি দোকান ও বসতঘরে পৃথক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা তালা ভেঙ্গে নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি টংগঝিরি পাড়ার দেলোয়ার হোসেনের মুদি দোকান ও জিয়ান্দ্র ত্রিপুরার বসতঘরে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রবিবার দিবাগত গভীর রাতে চোরেরা লোহার গ্রিলের তালা ভেঙ্গে দোকানে ও দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময় নগদ ৮০ হাজার টাকাসহ লক্ষাধিক টাকার মালামালসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় চোরেরা। সোমবার সকালে খরব পেয়ে ক্যয়াজুপাড়া ক্যম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ উল আলম বলেন, দোকান ও ঘরে লোকজন না থাকায় চুরির সুযোগে পেয়েছে চোরেরা। চুরির ঘটনা পুলিশকে জানানো হয়েছে

আরও পড়ুন