লামায় দুই ত্রিপুরা কিশোরী ধর্ষণের প্রতিবাদে রোয়াংছড়িতে মানববন্ধন

NewsDetails_01

ত্রিপুরা কিশোরী ধর্ষণের প্রতিবাদে রোয়াংছড়িতে মানববন্ধন
বান্দরবানে লামা উপজেলায় ত্রিপুরা দুই কিশোরীকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)র সদস্য কর্তৃক ধর্ষণের প্রতিবাদে রোয়াংছড়িতে বাজারস্থ মাল্টিপারপাস প্রাঙ্গনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টা বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ সভাপতি ধীরেন ত্রিপুরা সভাপতিত্বে অনুষ্ঠিত এর মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে প্রতিবাদ সভায় বক্তব্যের বলেন, গত ২২ আগস্ট ফাঁসিয়াখালী ইউনিয়নের ত্রিপুরা দুই কিশোরী ধর্ষণকারী বিজিবির নায়েক রবিউল এবং নৈসিক মারুফ ও সুমন নামে এই ৩জনকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদানে দাবি জানায়। এসময় ডালিম কুমার ত্রিপুরা সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জন ত্রিপুরা,রামসিয়াম বম,জুয়েল ত্রিপুরা,বিপ্লব তংচঙ্গ্যা,যাকোব ত্রিপুরা প্রমুখ।
প্রসঙ্গত, গত ২২ আগস্ট ফাঁসিয়াখালী ইউনিয়নের ত্রিপুরা দুই কিশোরীকে ধর্ষণ করার বিজিবির নায়েক রবিউল এবং নৈসিক মারুফ ও সুমনসহ চারজনের বিরুদ্ধে লামা থানায় মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন